বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দেড় মাস পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হল সাবেক এই রিয়াল, ম্যানইউ ও জুভেন্টাস তারকার।
অনেকেই ভেবে নিয়েছিল, সিআর সেভেনের এই দলবদলে ক্লাব ফুটবলে আর দেখা যাবে না মেসি ও রোনালদো লড়াই। তবে সেই ভাবনাকে গুড়িয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই মহাতারকা। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ।
সেই দ্বৈরথকে কেন্দ্র করে ইতোমধ্যে দোহা পৌঁছেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছে ফরাসি ক্লাব পিএসজি। এছাড়া মেসি-নেইমাররা দোহাতেই অনুশীলন করবে। তারপর সেখান থেকেই রিয়াদে উড়াল দিবে মেসি-নেইমাররা।
অপরদিকে দুই মহাতারকা মেসি-রোনালদোর লড়াই আয়োজন ঘিরে ম্যাচের টিকিট নিয়ে রীতিমত তোলপাড় অবস্থা। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই দুই তারকার দ্বৈরথের ম্যাচের টিকিট মূল্য প্রথম দিকে নির্ধারিত ছিল ২.৫ লাখ ইউরো। যা নিলাম প্রক্রিয়ার অধীনে ছিল। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।
এই ম্যাচের আয়ের সমস্ত টাকা যাবে সৌদি আরবের এহসান চ্যারিটির ফান্ডে। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারে টিকিট ছাড়ে যার মূল্য ক্রমান্বয়ে বেড়েই চলেছিল। এই ম্যাচের টিকিট দিয়ে শুধু ম্যাচ দেখা যাবে তাই নয়। খেলা শেষে দুই দলের ড্রেসিংরুমের প্রবেশ করার অনুমতি সহ বিজয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগ সহ রয়েছে গ্র্যান্ড মধ্যাহ্নভোজের আয়োজন।
এমআই