ডাঃ আহমেদ জোবায়ের :
বাঙ্গালী মুসলমানদের মত এত গজব থিউরি দুনিয়ায় অন্য কোন মুসলমানরা বিশ্বাস করে কিনা জানিনা।
তারা তাদের অক্ষমতা গজব থিউরি দিয়ে ঢাকতে চায়।
এটা আমাকে প্রচন্ড হাসায়।
ভারতের সাম্প্রতিক কোভিড প্যান্ডেমিক ক্রাইসিসকে অনেকে আল্লাহ এর গজব হিসেবে আখ্যা দিচ্ছেন।
তারা পোস্ট দিয়ে ফেসবুক সয়লাব করে ফেলছেন। এবং এক ধরণের আত্মতুষ্টিতে ভুগছেন।
ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নানাভাবে মুসলিমরা নিপীড়নের শিকার হচ্ছেন যারা নিন্দনীয়।
ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে মা মেয়েকে গনধর্ষণ করা হয়েছিলো।
হাজার হাজার নিপীড়নের উদাহরণ দেওয়া যাবে।
আজ ভারতের কোভিড ক্রাইসিসকে যারা গজব হিসেবে দেখছেন তাদের কাছে কিছু প্রশ্ন।
সৌদি আররের হাত তো মুসলিম হত্যায় রঞ্জিত।
ইয়েমেনকে ধ্বংসস্তুপে পরিনত করছে সৌদি আরব।
বাংলাদেশে সারাবছর ইহুদিদের মুন্ডুপাত করা হুজুররা বলবেন কি সৌদির সাথে ইজরাঈলের দহরম মহরম নিয়ে।
ফিলিস্তিনের মানুষ তাদের ন্যায্য দাবীতে আধিকার আদায়ে প্রাণ দিচ্ছে বেঘোরে।
ফিলিস্তিনের উপর ইহুদি রাষ্ট্রটির এই অত্যাচার নির্যাতন বন্ধের ক্ষমতা থাকার পরেও সৌদি আরব কি ভূমিকা রেখেছে?
মিশরের ইতিহাসের প্রথম নির্বাচির প্রেসিডেন্টকে উৎখাত করে ইজরাঈল বান্ধব সেনাসরকার প্রতিষ্ঠায় সৌদি কেন কলকাঠি নাড়ছিলো?
সিসির সেই ক্রাকডাউনে হাজার হাজার মানুষ মারা গেলো, তার দায় কে নিবে?
কাতারের সাথে সৌদির আচরণ ভুলে গেছেন?
কাতারকে একঘরে করে ফেলেছিলো সৌদি।
এই যে মুসলিম দেশের মুসলমানদের কষ্ট দিলো,এটা নিয়ে কি বলবেন?
আজকের দুনিয়ার পরাশক্তি আমেরিকার হাতে কত মিলিয়ন মানুষ হত্যার রক্ত লেগে আছে।
ইরাক আফগানিস্তান লিবিয়া সহ অনেক দেশে তাদের আধিপত্য বিস্তারে প্রাণ দিয়ে যাচ্ছে নিরীহ মানুষ।
সেই আমেরিকার মধ্যপ্রাচ্যের প্রিয় বন্ধু ও সুহৃদ সৌদি আরব।
সৌদি আরব নিজ দেশের অনেক মানুষকে রাজতন্ত্র টিকিয়ে রেখে বিলাসবহুল জীবন যাপন করতে অনেককে হত্যা করছে।
জেল জুলুম দিচ্ছে। নাগরিক অধিকার হরণ করছে।
সাংবাদিক জামাল খাশোগীকে হত্যা করে টুকরো টুকরো করলো।
সৌদি রাষ্ট্র হিসেবে তাদের পাপের মহাসমুদ্র হয়ে আছে।
কাশ্মীরের মানুষদের জন্য তারা মুসলিম বিশ্বের মোড়ল হিসেবে কি ভূমিকা রেখেছে?
বাংলাদেশের সেসব নারীরা সৌদিতে গিয়ে নিপীড়ন, ধর্ষণ, খুনের শিকার হচ্ছেন, তার প্রতিকার ঠিক কতটুকুন করেছে সৌদি আরব?
তো সৌদি আরবের এত পাপের পর তাদের উপর গজব কবে নামবে?
ইয়েমেনের এত মানুষকে হত্যার জন্য তাদের উপর গজব আসবেনা?
ভারতে ৮০ মেট্রিক টন অক্সিজেন দিয়েই সৌদি আরব খুব মানবিক ও সভ্য রাষ্ট্র হয়ে গেছে??
ভারতের বিজেপিতো ভিন্নধর্মী মানুষকে হত্যা করে।
জুলুম নিপীড়ন করে।
কিন্ত সৌদি যাদের খুন করে হাত রাঙাচ্ছে, তারা তো নিজ ধর্মের।
তাদের উপর গজব কবে আসবে বলতে পারেন?
চিন্তা করে কথাবার্তা বলা ভালো নয়কি?
আমরা জানি অবশ্যই আল্লাহ মজলুমের ফরিয়াদে চুপ থাকেন না।
আল্লাহ আরশ ও মজলুমের অশ্রুভেজা কান্নার মাঝে কোন দেয়াল থাকেনা।
সেই গজব আল্লাহ অনেক জাতির উপর নাযিল করেছেন।
আদ, সামুদ জাতি দুনিয়া থেকে ধ্বংস হয়েছে আল্লাহ এর গজবে।
ফেরাউন নমরুদের শোচনীয় পরাজয় হয়েছে।
এই প্যান্ডেমিককে যারা গজব বলে ফতোয়া দিচ্ছেন তারা গান্ডু।
করোনা ভাইরাসে কি শুধু হিন্দু মারা যাচ্ছে?
মুসলমান যে মরতেছে, তবে কি গজবে মরতেছে?
একটা গ্লোবাল প্যান্ডেমিককে বিজ্ঞান দিয়ে মোকাবিলা করতে হবে।
কারণ আল্লাহ আমাদের প্রচেষ্টা করতে বলেছেন।
আল্লাহ এর কাছে সাহায্য চান আল্লাহ দুনিয়ার সকল মানুষকে হেফাজত করুন এই মহামারী থেকে।
হিন্দু হউক
মুসলমান হউক
প্রতিটি জীবন মূল্যবান।
প্রতিটি মানুষের স্বজন হারানোর হাহাকার ও বিরহের ব্যাথা একই রকমের।
এই বোধটা জাগ্রত করুণ।
আপাতত গজব থিউরি না কপচিয়ে সচেতন হউন।
মাস্ক পরুন।
স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আর রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে না পারলে গজব থিউরিতে মেতে প্রশান্তিতে থাকুন।