বিনোদন প্রতিবেদক:
২০১৩ সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন যাহের আলভী। এর পর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা ১০০টি নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম করেছেন, যা নিয়ে উচ্ছ্বসিত আলভী।
আলভী জানান, ‘এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এর কৃতিত্ব আসলে আমার দর্শকদের প্রতি। যারা আমাকে ভালোবেসেছে, আমার কাজগুলো দেখেছে। যাদের সঙ্গে কাজ করেছি প্রতিটা টিম আমার এই সফলতার ভাগীদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা।’
১০০টি নাটকে ভিউ অতিক্রম করতে কত সময় লেগেছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই সময়টা খুব বেশি দিন না। মাত্র দেড় বছরে এই ভিউ অতিক্রম করাটাও আমার জন্য বিশাল ব্যাপার। আমি বরাবরই ভিন্নধর্মী গল্পে নিজেকে মেলে ধরতে চেষ্টা করি। সামনে এই ধারাটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে আশা করছি।’
আলভীর ১০০টি নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হলো- চিনাবাদাম, ঊনত্রিশ রোজা, কলেজ লাভ, তিন গুটি, উদার ভালোবাসা, পণ্ডিত জামাই, লটারি, তিন সতীনের ঘর, চোরে চোরে টক্কর, প্রেমবাজ, ক্রেজি লাভার, তোমার যত রাগ, অশিক্ষিত, ভালোবাসার ঠিকানা, আজব মহব্বত ইত্যাদি।
এমবই