শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামী নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ জানিয়ারি) রাত অনুমান ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্ব পারার নিজস্ব বাড়ীর সামনে সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৯) দুর্বৃত্তের ধারালো অস্ত্রের দারা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। এ ব্যাপারে নিহতের ছোট ছেলে মোঃ রিফাত হাসান (২৯) বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের ৯ দিনপর এজাহারভুক্ত মূল আসামিকে পাটগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করছে পাটগ্রাম থানা পুলিশ। এর আগে ঘটনায় জড়িত সন্দেহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক নিশ্চিত করে বলেছেন, পাটগ্রামের আলোচিত এই হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমআই