সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা মিলিত হচ্ছেন তাদের সাবেক শিক্ষায়তনে। আগামী শনিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বিভাগটির প্রথম পুনর্মিলনী। পুনর্মিলন আহবায়ক কমিটির আহবায়ক ও বিভাগটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওয়েবসাইটে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছেন আগ্রহী শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৪টা থেকে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিক কার্যক্রম। পরের দিন পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য, ফটোসেশন, সাংগঠনিক সভা এবং র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, ‘১৯৮৭ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এটি আমাদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি ফরমাল অ্যালামনাই এসোসিয়েশন গঠন। যার মাধ্যমে আমাদের বিভাগ ও প্রাক্তন শিক্ষার্থী গ্রাজুয়েটদের মধ্যে একটি ভালো যোগাযোগ তৈরি হবে। যাতে করে আমাদের বিভাগ উপকৃত হয়, বিশ্ববিদ্যালয় উপকৃত হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, যারা অ্যালামনাই এসোসিয়েশনে কন্ট্রিবিউট করতে চায়। কিন্তু তার জন্য যথোপযুক্ত প্লাটফর্ম দরকার। সেই হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।’
এমআই