সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
প্রতিষ্ঠার দীর্ঘ ৩৭ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বিভাগটির সহস্রাধিক শিক্ষার্থী মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পুমর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম।
মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক-বর্তমান সকলের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শোভাযাত্রা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান । এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'আপনারা এ বিভাগের এক সময়ের শিক্ষার্থী ছিলেন ব্যাপারটি এরকম না বরং আপনার সবসময় এ বিভাগের একটি অংশ। আপনাদের অ্যালামনাই এসোসিয়েশনের মধ্য দিয়ে আপনাদের অনুজ-অগ্রজ ও সমবয়সীদের ব্যক্তিগত সম্পর্ক তৈরি, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পারিক সহযোগিতার মত কাজগুলো সম্পন্ন হবে। সবসময় সকল পর্যায়ে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখে কৃতজ্ঞ থাকবেন।'
অনুষ্ঠানে বিভাগটির প্রয়াত অধ্যাপক ড. রহমত আলী সিদ্দিকী ও অধ্যাপক ড. আবুল কালাম আযাদসহ সকল প্রয়াত ছাত্রছাত্রীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে দুপুর সাড়ে ২ টায় বিভাগটির অ্যালামনাই এসোসিয়েশনেরর সাংগঠনিক সভা এবং বিকাল ৩ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
এর আগে শুক্রবার বিকাল ৪টায় বিভাগটির আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এমআই