মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার রাউতাড়া মহল্লায় ইলিয়াস হোসেন (৩২) নামের এক যুবককে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির জানালা দিয়ে কে-বা কাহারা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ইলিয়াস হোসেনের শরীরের ৫ থেকে ৬ অংশ ঝলসে যায়।
আহত ইলিয়াস হোসেনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা করা হয়েছে। সে ওই মহল্লার আশরাফ মন্ডলের ছেলে।
এঘটনায় হাকিমপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। এসিড দগ্ধ ইলিয়াস হোসেন জানান, মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে একই মহল্লার সাত্তার মন্ডলের ছেলে মাসদ রানার সাথে তার দন্দ চলে আসছে। একারণে মাসদ রানা আমাকে প্রায় হুমকি দিয়ে আসছে। তার ধরনা মাসুদ রানাই তাকে এসিড নিক্ষেপ করে তার শরীর ঝলসে দিয়েছে।
ইলিয়াসের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খারাব খেয়ে ইলিয়াছ হোসেন তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় দেড়টার দিকে কে বা কাহারা তাকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এরপর সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গাদ্দাফি সীকদার জানান, ওই যুবকের শরীরের ৫/৬ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।
এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এবং দৃস্কৃতকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সময় জার্নাল/এমআই