আন্তর্জাতিক ডেস্ক:
দেবি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন প্রসিদ্ধ তামিল কবি সুকিরথারানি। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আদানি গ্রুপ জানতে পেরে সেটি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
মনোনীত হয়েও পুরস্কার গ্রহণ না করার কারণ হিসেবে দ্য টেলিগ্রাফকে সুকিরথারানি বলেছেন, ‘আমার মূল্যবোধ, লেখার ধরন এবং আমার দর্শন; যার জন্য আমি আজ এখানে, (পুরস্কার গ্রহণ করলে) সেটির বিরোধী হত।’
গত ৪ ফেব্রুয়ারি পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিজের ফেসবুক পেজে জানান সুকিরথারানি। তামিল ভাষায় দেয়া সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের উদ্যোগে নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা দেখানো সারাদেশের ১২ নারীকে ‘দেবী অ্যাওয়ার্ডস’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আমাকে মনোনীত করা হয়েছে দলিত সাহিত্যে অবদান রাখার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি।’’
সুকিরথারানি আরও লেখেন, ‘আমি গতকালই জানতে পেরেছি অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আদানি। যে পুরস্কার আদানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেয়া হবে সেটি গ্রহণ করে আমি খুশি হতে পারব না।’
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ ভারতের শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্যের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর দেশটির রাজনীতিতে তাকে নিয়ে তোলপাড় চলছে। এই অভিযোগ ওঠার পর আদানি গ্রুপের সব প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন দেখা দেয়। হাজার হাজার কোটি ডলার লোকসান হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এ ব্যবসায়ীর। তার বিষয়ে পক্ষে-বিপক্ষ তৈরি হয়েছে ভারতে। এই আলোচনার মধ্যে আদানি গ্রুপের সংশ্লিষ্ট পুরস্কারই প্রত্যাখ্যান করলেন কবি সুকিরথারানি।
ভারতের বিশেষ করে তামিলনাড়ুর দলিত সম্প্রদায়ের নারীদের নিয়ে কাজ করেছেন সুকিরথারানি। তিনি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত আছেন। তামিলনাড়ুর বিভিন্ন কলেজে তার কবিতা পড়ানো হয়। এছাড়া তার কবিতা ইংরেজি, মালয়লাম, কন্নড়, হিন্দি এবং জার্মান ভাষায়ও অনূদিত হয়েছে। ২০২১ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় তার লেখা সিলেবাস থেকে সরিয়ে ফেললে সারাদেশে সমালোচনার সৃষ্টি হয়।
এমআই