সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিনিধি: এবারের অমর একুশে বইমেলায় কবি জিয়া হকের কিশোর কবিতার বই 'ঢেউ দোলানো নদীর মায়া' প্রকাশিত হয়েছে। ফুল, পাখি, নদী, মেঘ, বন, মাঠ, দেশ ও রূপ-প্রকৃতি নিয়ে লেখা ৩০টা কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। 'ঢেউ দোলানো নদীর মায়া' বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা, স্টল ৩৫৬। প্রচ্ছদ করেছেন প্রখ্যাতশিল্পী হাশেম খান। নামলিপি আরিফুর রহমান। অলংকরণ মোহাম্মদ শাহযাদা। মূল্য ২৬৮ টাকা। জিয়া হক বলেন, "কিশোরকাব্য 'ঢেউ দোলানো নদীর মায়া’য় সময়ের প্রতিক্রিয়া লক্ষণীয়; তবে বিভিন্ন অনুষঙ্গ দিয়ে বইটিকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছি। দেশ, বিশ্ব, আগ্রাসন, মুক্তিযুদ্ধ, শিশু, ভিনদেশী কালচার, আড়িয়ালখাঁ-পালং-মধুমতি-ময়নাকাটা প্রভৃতি নদী, বিল, ঝিল, বাগান, প্রকৃতি, স্কুল, মাঠ, ক্ষেত, ফল, ফুল, পাখি, খেলা, বিকেল, সকাল, গ্রাম, মাছ, জেলে, চাষী, আবেগ, আশাবাদ, স্মৃতি, বিপর্যয়, মহামারী, ঘুষ, দুর্নীতি, খুন, ব্যবসা, মুদ্রাস্ফীতি, মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব, বিবিধ সামাজিক সমস্যা, কৈশোর, বাৎসল্য প্রভৃতিকে অল্প-বিস্তর ছুঁতে চেষ্টা করেছি কবিতায়। জিয়া বলেন, "প্রায় ৩০টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ৩০টি কবিতা দিয়ে বইটি সাজানোর চেষ্টা করেছি। দীর্ঘ ১০ বছরের বিভিন্ন সময়ে লেখা অপ্রকাশিত কবিতার সংকলন মূলত 'ঢেউ দোলানো নদীর মায়া'। পাঠক প্রতিটা ছড়া-কবিতায় আলাদা স্বাদ পাবেন বলেই বিশ্বাস। কিশোর কবিতার নতুন জগতের আশার দরজা খুলে দিবে এই বই।" ২০০৫ সালে স্কুল গণ্ডি পেরোনোর আগেই জিয়া হকের কিশোর কবিতার বই 'গন্ধরাজের ডানা' প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য 'মিস তোকে মিস করি' এবং কিশোরকাব্য 'বন নাচে মন নাচে'। জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এই কবি সাংবাদিকতায় যুক্ত। সময় জার্নাল /এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল