মো: মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা’র নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে প্রধান সমন্বয়ক (সভাপতি) হিসেবে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের মো. আল শাহারিয়া ও সমন্বয় সচিব (সাধারণ সম্পাদক) হিসেবে ইংরেজি ডিসিপ্লিনের ৩য় বর্ষের সাব্বির আহমেদ সুমন মনোনীত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এই সংগঠনের বার্ষিক পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অধিবেশন আয়োজন করা হয়। কমিটি ঘোষণা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ও ওংকার শৃণুতা'র প্রধান উপদেষ্টা ড. মো. মনিরুল ইসলাম।
২০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ প্রধান সমন্বয়ক সুতপা দে শর্মি, সহ সমন্বয় সচিব মো. ইমরান খান, অর্থ সমন্বয়ক সুমি সরকার, সহ-অর্থ সমন্বয়ক সোহান আকন্দ, দপ্তর সমন্বয়ক মো. আছাদুর রহমান, সহ-দপ্তর সমন্বয়ক রাকিবুল ইসলাম, প্রচার সমন্বয়ক মাশিয়াত ফাতিন, আবৃত্তি সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস মীম, সহ আবৃত্তি সমন্বয়ক জ্যোতি রায়।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মনীষা দীপান্বিতা, ইসরাত জাহান মিম, রোমান হোসেন, মো. আবু বকর সিদ্দিক, সেতু রানী দাশ, রিদওয়ান আর জাওয়াদ, জয় সরকার, অর্পিতা ভদ্র ও নূর হাসান শাহরিয়ার।
প্রসঙ্গত, সংগঠনটি ২০০০ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শুদ্ধ উচ্চারন, আবৃত্তি নির্মান ও কন্ঠস্বর চর্চা নিয়ে কাজ করে যাচ্ছে।
এমআই