স্পোর্টস ডেস্ক:
আজই থেমে যাবে চার-ছক্কার এ ঝড়, শেষ হবে দেশ-জুড়ে জমে উঠা এ ক্রিকেট মেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বহুল আলোচিত ফাইনাল আজ। রাতেই পর্দা নামছে প্রায় দেড় মাসব্যাপী চলা এই আসরের।
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখী হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা মাঠে নামবে নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে, আর প্রথমবার ফাইনালে পা রেখেছে সিলেট স্ট্রাইকার্স।
প্রথমবার ফাইনালে এলেও পিছিয়ে নেই সিলেট, তাদের দলের হাল ধরে আছেন মাশরাফি বিন মর্তুজা। যিনি বিপিএলের চার-চারবারের শিরোপাজয়ী অধিনায়ক।
এবারের আসরের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে আসছে সিলেট। ওই সাথে একদম প্রথম ম্যাচ থেকেই ধরে রেখেছে শীর্ষস্থান। মাঝে এক রাতের জন্য ফরচুন বরিশালের কাছে শ্রেষ্ঠত্ব হারালেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা পুনরুদ্ধার করে মাশরাফির দল। গ্রুপ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেই কোয়ালিফায়ারে আসে তারা।
লড়াইয়ের ভেতরেও লড়াই আছে। সিলেটের প্রথম নাকি কুমিল্লার চার, এই প্রশ্ন ছাপিয়ে লড়াইটা যেন দু’দলের অধিনায়কের। দু’জনেই বিপিলের সেরা অধিনায়ক। আট আসরের ছয় বারই শিরোপা গিয়েছে এই দু’জনের হাতে; চার বার মাশরাফি, দু’বার ইমরুল কায়েস। দু’জনের কেউ এখনো ফাইনালে হারেননি, তবে আজ রাতেই বদলে যাবে এই কীর্তি।
হয়তো কারো নামে লেখা হবে পঞ্চমবার কিংবা কারো নামে লেখা হবে তৃতীয়বার শিরোপা বিজয়ের গল্প। আবার কারো নামের পাশে বসে যাবে প্রথম ফাইনাল হারের ক্ষতও।
সময় জার্নাল/এলআর