এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরে মহামারী করোনা সংক্রমণ রোধে, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং নিয়মিত মাস্ক পড়তে জেলা প্রশাসনের কর্ম তৎপরতা লক্ষ্য করা গেছে।
এরই অংশ হিসেবে (২৯ এপ্রিল) বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শহরের নীলটুলি স্বর্ণকার পট্টিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন ও ইমাম আল-রাজী টুলু।
এ সময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে অভিযান হয়ে থাকে। একই সাথে নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকানিরা যাতে ব্যবসা করতে পারে এবং ক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে দোকানে আসতে পারে সেদিকেও লক্ষ্য রাখছে ফরিদপুর জেলা প্রশাসন।
সময় জার্নাল/এমআই