নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আগারগাও সমবায় অধিদপ্তরে অমর একুশে আলোচনা, প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।
২০ই ফেব্রুয়ারি (সোমবার) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি
এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিচারপতি ওবায়দুল হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, (বার) পিপিএম।
পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সুরক্ষা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, এছাড়া আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরেরর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, জনাব মোঃ মশিউর রহমান, এনডিসি, অনুষ্ঠানে ড. তরুন কান্তি শিকদার, নিবন্ধক ও মহা-পরিচালক, সমবায় অধিদপ্তর এর গবেষণা গ্রন্থ ' Crime and Punishment in Anciend India' এর মোড়ক উন্মোচন করা হয়।
এমআই