বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে দৈনিক দিনকাল বন্ধসহ গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের এই অবস্থান তুলে ধরেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন দুজারিক। ওই ব্রিফিংয়ে ভার্চুয়ালি তাকে দৈনিক দিনকাল এবং অন্যান্য সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়।
এর জবাবে দুজারিক বলেন, বাংলাদেশে বেশ কিছু গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে সংকুচিত করে দেয়া হয়েছে তা পর্যবেক্ষণ করে এরইমধ্যে এ নিয়ে আমাদের উদ্বেগ স্পস্টভাবে উল্লেখ করেছি।
ভবিষ্যতেও জাতিসংঘ এ ইস্যুতে একই অবস্থানে থাকবে।
সময় জার্নাল/এলআর