ডিআইইউ প্রতিনিধি,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসের হিসাব শাখা সম্পূর্নরুপে বন্ধ করা হয়েছে৷ সকল শাখা ক্যাম্পাসের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
বৃৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ এতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম৷
বিজ্ঞপ্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে বলা হয়েছে আগামীকাল ২৪ ফেব্রুয়ারী ২০২৩ হতে বনানী ক্যাম্পাসের হিসাব শাখা সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। এখন থেকে শিক্ষার্থীগণকে বাড্ডা ক্যাম্পাসের হিসাব শাখায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
হিসাব শাখা ক্লোজ করার নোটিশটি আসলেই সঠিক কিনা এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রফিকুল ইসলাম বরাবরের মতো এড়িয়ে যান৷
এমআই