সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) "পরিসংখ্যান ব্যবস্থায় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন"শীর্ষক জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
শোভাযাত্রা শেষে পরিসংখ্যান বিভাগের গ্যালারিতে বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সম্পর্কে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে পরিসংখ্যানের ব্যবহার অনস্বীকার্য। পরিসংখ্যানের সঠিক ব্যবহার স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। তাছাড়া, আলোচনা সভায় শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের ধারনা ব্যাখ্যা করা হয়।
তিনি আরো হলেন, ভীষন ২০৪১ অর্জন করতে হলে পরিসংখ্যানের সঠিক ব্যবহারের বিকল্প নেই। কারন, যেকোনো পরিকল্পনার ফলাফল সম্পর্কে ধারনা পেতে হলে পরিসংখ্যান পাঠের বিকল্প নেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর কবীর এবং বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী।
এমআই