এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর আ.লীগের জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের নভেম্বরে আর এখন দলীয় সংগঠনের কাজ চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পতনের পর ফরিদপুর জেলা আ.লীগ ৫-৭ টি গ্রুপে বিভক্ত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, একটি গ্রুপ আছে টেন্ডারবাজী নিয়ে, একটি গ্রুপ আছে বালু ও মাটি নিয়ে এবং অন্যান্য গ্রুপগুলো আছে বিভিন্ন অফিসের লিয়াজো নিয়ে।
৫-৭ টি গ্রুপের মধ্যে অন্যতম রয়েছে এ কে আজাদ গ্রুপ, ভোলা মাস্টার গ্রুপ, শামীম হক গ্রুপ, বিপুল ঘোষ গ্রুপ, সৈয়দ মাসুদ হোসেন গ্রুপ। এই গ্রুপগুলোর শাখা–প্রশাখা রয়েছে একাধিক।
ফরিদপুরে বর্তমানে তৃণমূলের নেতাকর্মীদের দাবি তারা রয়েছেন গ্যারাকলে, তারা কোন গ্রুপ থেকেই কোন সহযোগীতা পাচ্ছেন না ।কারন তারা নিরপেক্ষ এবং কাউকে তেলবাজী করে না।
অপরদিকে আ.লীগের জেলা কমিটিতে সভাপতির আসনে ২ জনের জোড়ালো গুঞ্জন শোনা যাচ্ছে। তারা হচ্ছেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, অপরজন হচ্ছেন একই কমিটির সহ-সভাপতি, ফরিদপুরের কৃতি সন্তান ও সুনামধন্য ব্যবসায়ী শামীম হক (হল্যান্ড শামীম)।
ফরিদপুরের তৃণমূল আ.লীগের নেতাকর্মীদের দাবি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার।
সময় জার্নাল/এমআই