বিনোদন ডেস্ক:
বলিউডে নতুন করে শুরু হয়েছে শাহরুখ উন্মাদনা। ‘পাঠান’ সিনেমার ব্যবসায়িক সাফল্যই এ উন্মাদনার কারণ। সেই রেশ থাকতে নিজের নতুন সিনেমা ‘জওয়ান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কিং খান। দর্শককে ফের উন্মাদনায় ভাসাতে চেষ্টার কমতি রাখছেন না তিনি। সেই লক্ষ্যে এবার বিরল একটি কাজ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের ছবিতে একসঙ্গে তিনজন বিগ বস তারকাকে যুক্ত করছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন বিগ বস তারকা এমসি স্ট্যান। তারপর থেকেই গুঞ্জনটি চাউর হয়েছে।
র্যাপার এমসিকে ‘জওয়ানে যুক্ত করছেন শাহরুখ। বিগ বস বিজয়ী হওয়ার পর স্বীকৃতি পেয়েছেন র্যাপার স্ট্যান। তার গ্রহণযোগ্যতা বেড়েছে বিনোদন দুনিয়ায়। এদিকে ‘জওয়ান’সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নিরীক্ষামূলক কাজের জন্য পরিচিত। মূল ধারার গানবাজনায় নেহা কক্করের মতো শিল্পীর চেয়ে স্ট্যান বেশি জনপ্রিয় এখন। তার গানের ধারা এই অ্যাকশনধর্মী ছবির সঙ্গে মানানসই হবে বলেও মনে করছেন অনেকে।
এমসি ছাড়াও আরও দুইজন বিগ বস তারকাকে নিজের ছবিতে যুক্ত করছেন শাহরুখ। তার ‘ডানকি’ছবিতে দেখা যাবে প্রিয়ঙ্কা চহর চৌধুরী ও অঙ্কিত গুপ্তকে। সবমিলিয়ে একসঙ্গে তিন প্রতিযোগী ‘বিগ বস’ থেকে বেরিয়ে শাহরুখের ছবিতে নাম লেখাতে চলেছেন। ঘটনাটি বলউডে বিরল। তবে এ প্রসঙ্গে এখনও কোনো ঘোষণা দেননি কিং খান।
‘জওয়ান’ ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে থাকছেন নয়নতারা। এ ছাড়া রয়েছেন বিজয় সেথুপতি, থালাপতি বিজয়। অন্যদিকে ডানকি প্রযোজনা করেছে জিও স্টুডিওস, রেড মরিচ বিনোদন এবং রাজকুমার হিরানী চলচ্চিত্র।
এমআই