মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে হতদরিদ্র ১২০ জন নারী-পুরুষকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী, ৩০ জনকে নগদ টাকা ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবিএসএস)।
এ উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা গ্রামের মজুমদার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও মাস্ক তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌস আহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডিউক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুস সালাম, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলাম, ইতালি প্রবাসী মতিউর রহমান, ব্যবসায়ী ওমর ফারুক, ইউনিয়ন আ’লীগের সদস্য আবদুল হাই মিয়া,
স্বেচ্ছাসেবক মেহেরাজ হোসেন, বাঁধন ও আরমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও কর্মহীন দিনমজুর পরিবারের সদস্যরা করোনাকালিন সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সময় জার্নাল/এমআই