ক্যাম্পাস প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাঁও কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রবীণ শিক্ষাবিদ আশরাফুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (১০ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
শিক্ষাবিদ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন, তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন আর রশিদ ও তেজগাঁও কলেজের ছাত্র রাজনীতির প্রবক্তা হাসান মঞ্জুর।
জানাযা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আত্মীয়-স্বজনসহ দেশবাসীর কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার।
সময় জার্নাল/এসএ