খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুরাতন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বর্ণিল আয়োজনে পালন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে। স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা স্কুল থেকে বের হয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে রংপুর জলঢাকা সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। জোহরের নামাজের বিরতি শেষে নীলফামারীর-৪ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান স্কুলের মূল ফটকের ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রংপুর জেলা জজ কোর্টের পিপি আব্দুল মালেক, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার আব্দুল গনি, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ, মাগুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের সহ-সভাপতি ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মাগরি উচ্চ বিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষার্থী নাজমা বেগম শাহ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
পরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সংগীত শিল্পী রেহানা আক্তার রানিসহ বাংলাদেশ বেতারের সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এমআই