সর্বশেষ সংবাদ
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জে নদীর পানি সমতল গেজ স্থাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইলিশায় রিসিল এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল বলেন, আমরা বন্যা কবুলিত এলাকা যমুনা পাড়ের মানুষ। আমাদের এখানে কখনো বৎসরে দুই তিন বার বন্যা হয়। সেই বন্যার পূর্বাভাস সহজে জানতে না পারায় আমাদের কৃষকদের অনেক ক্ষতি হয়ে থাকে।
আমরা যেনো অগ্রীম সর্তক হতে পারি সে জন্য আমাদের নিজ এলাকায় পানির সমতল গেজ স্থাপন করা দরকার, যাতে করে অতিসহজেই বন্যার পূর্বাভাস তর্থ্যের মাধ্যমে সতর্ক হতে পারি। আমাদের পাশ্ববর্তী এলাকা বাহাদুরাবাদ পয়েন্টে পানির সমতল গেজের তর্থ্য আমাদের এলাকার সাথে মিলে না। না মিলার ফলে আমাদের অনেক সমস্যা পড়িতে হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা পরিচালক নিতাই চন্দ্রসরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রৌকশলী আরিফুজ্জামান ভূইয়া,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আলমগীর হোসেন,প্রভাতি-৩ প্রকল্প ব্যাবস্থাপক ফখরুল আরেফিন, সুফল-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সমসদ আরা রেবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার বাবুল প্রমূখ।
সময় জার্নাল/এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল