জেলা প্রতিনিধি:
ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। আজ দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে তুলে সাতদিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।
শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে গাজীপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ বেলা পৌনে ১২টায় মক্কা থেকে বিমানবন্দরে এসে নামার পরই তাকে গ্রেপ্তার করা হয়। মাহির স্বামীর রকিব সরকার মক্কা থেকে দেশে ফিরেননি।
গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনার, পুলিশ বিভাগ ও পারিবারিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করায় গত রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ওই মামলায় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তারের পর তাকে বাসন থানায় আনা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রার্থনা করা হবে।
মাহিয়া মাহি ছাড়াও ইসমাইল হোসেনের দায়ের করা মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায়ও হুকুমের আসামি রয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার।
অন্তঃসত্ত্বা অবস্থায় মাহিকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এই বিষয়ে অবগত নই, সেটা কোর্ট দেখবেন।
সময় জার্নাল/এলআর