অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রায় শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন জবি ছাত্রলীগ কর্মী ইমরুল কবির শাওন।
রোববার (১৯ মার্চ) পুরান ঢাকার পোগোজ ল্যাবরেটরি স্কুল, রায়সাহেব বাজার প্রাথমিক বিদ্যালয় ও মুরগীটোলা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন,
শিশুরা আগামীর ভবিষ্যৎ। প্রত্যেক শিশুর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা-মানুষের প্রতি যে ভালোবাসা বঙ্গবন্ধু রোপণ করে গেছেন সেই ভালোবাসায় শিশুদের গড়তে হবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, আর স্মার্ট বাংলাদেশের জন্য শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড় তুলতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
এমআই