খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
রামুর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি কারিগরি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। উদ্বোধক ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফা, প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ , রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা গিয়াস উদ্দিন কোম্পানি, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল মাতব্বর, অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার মোকতার আলম হেলালী, আকতার কামাল,দাতা সদস্য ইউনুছ রানা চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য তানভীর সরওয়ার রানা, নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনাঈদ বিপ্লব, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, ক্রীড়া শিক্ষিকা আঙ্গুর বালা দাস, সহকারী শিক্ষক খোরশেদ আলম, সুমথ বড়ুয়া, রঞ্জিত কুমার দে প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালামত উল্লাহ।
প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করে ষ্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করবে। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সময় জার্নাল/এলআর