সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তাঁদের তৃতীয় সন্তান অরেলিয়া চ্যান জাকারবার্গের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’ ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাঁদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তাঁর নাম রাখা হয় আগস্ট।গত বছরের সেপ্টেম্বরে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গ তাঁর স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।’ জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেনছবি: ইনস্টাগ্রাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তাঁরা। ২০১২ সালে বিয়ে করেন।জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন। চলতি বছর খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষেও ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন জাকারবার্গ। সেখানে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, কালো রঙের স্যুট পরিহিত জাকারবার্গ স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে আছেন। তাঁদের দুজনের মুখে হাসি।ক্যাপশনে জাকারবার্গ লিখেছিলেন, ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চ ও ভালোবাসায় পূর্ণ হতে যাচ্ছে।’ এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল