আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা সংঘটিত হয়। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রাকৃতিক দুর্যোগটি বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইনগুলো এ টর্নেডোর কারণে ভেঙে গেছে এবং কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
দেশটির দক্ষিণের আরও কয়েকটি রাজ্যে শক্তিশালী ঝড়ের শঙ্কা রয়েছে।
মিসিসিপি রাজ্যের বেশ কয়েকটি এলাকায় গলফ বলের আকারে শিলাবৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
এক বা একাধিক টর্নেডো ওই এলাকায় আঘাত হেনেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও গতকাল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছিল যে বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস পাওয়া গেছে।
পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, টর্নেডোর আঘাতে তাদের বাড়ির পেছনের জানালা উড়ে গেছে। ওই এলাকায় বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএনকে বলেছেন, আমি কখনও এমন টর্নেডো দেখিনি। এ শহরটি খুবই ছোট শহর। টর্নেডোর প্রভাবে এ শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
এমআই