সর্বশেষ সংবাদ
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন
নিজস্ব প্রতিবেদন :করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও দেশে বেকার সংখ্যা বাড়েনি, বরং কিছুটা নিম্নমুখী। মোট বেকার ২৬ লাখ ৩০ হাজার জন।এর মধ্যে পুরুষ বেকার ১৬ লাখ ৯০ হাজার এবং নারী বেকার ৯ লাখ ৪০ হাজার জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেকার ছিল সর্বোচ্চ ২৯ লাখ ৫০ হাজার জন এবং চতুর্থ প্রান্তিকে ছিল সর্বনিম্ন ২৩ লাখ ২০ হাজার জন। ২০১৬-১৭ সালের জরিপে দেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ জন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।বিবিএস’র মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, শ্রম ও কর্মসংস্থান সচিব এহছানে এলাহী এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। শ্রমবাজার তথ্যের উন্নয়ন প্রকল্পের পরিচালক আজিজা রহমান প্রতিবেদনটি উপস্থাপন করেন।এতে বক্তব্য দেন বিবিএসের ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ের পরিচালক কবীর উদ্দিন আহমেদ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়।পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, অর্থনীতিতে একটা রূপান্তর ঘটছে। গ্রামে গেলে এটি বোঝা যায়। নারীদের পারিবারিক কাজ শ্রম শক্তির বাইরে আছে-এটা দুঃখজনক। এটা যোগ করা হলে জিডিপি ৪৫০ বিলিয়ন থেকে বেড়ে ৬৫০ বিলিয়ন হয়ে যাবে।তিনি বলেন, করোনার সময়ের এক জরিপে দেখা যায়-ঢাকা শহরে দারিদ্র্য ও বেকার সংখ্যা কমেছে। আমরা সীমিত লকডাউন করেছি। শিল্পকারখানা খোলা ছিল। দ্রুত প্রণোদনার ব্যবস্থা করা হয়। ফলে করোনাকালে ঢাকায় উলটো চিত্র বিরাজ করে।
কর্মে নিয়োজিত বলতে বোঝানো হয়েছে-আগের ৭ দিনে যারা ১ ঘণ্টার জন্য বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে অথবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য ও সেবা উৎপাদনমূলক কাজ করেছে তারা।
এসএস
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল