সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের আটকের প্রতিবাদে ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাতের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের এ সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন প্রকাশ করতে যেয়ে শামসুজ্জামান যদি কোনো বিধি লংঘন করেই থাকেন তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু ভোররাতে সন্ত্রাসী কায়দায় উঠিয়ে নিতে হবে কেন? প্রায় ১২ ঘন্টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হবে কেন?
এভাবে গভীর রাতে একজন সংবাদকর্মীকে আটক বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত। তাছাড়া পবিত্র রমজান মাসে ভোররাতে সেহরি গ্রহণের সময় ত্রাস সৃষ্টির মাধ্যমে এই গ্রেফতার এদেশের আপামর মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলেও মনে করি।
এছাড়াওবিবৃতিতে, নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের একজন নারীর মৃত্যুর তদন্ত দাবি করা হয়। সকল ধরনের বিচার বহির্ভুত হত্যাকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার রক্ষার দাবি জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে ২৯ তারিখ মধ্যরাতে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যায় সিআইডি'র সাদা পোশাকের পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এমআই