মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
সার্ভার জটিলতায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বেলা ১০টা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ফলে ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে আটকা পড়েছে শত-শত পাসপোর্ট যাত্রীরা। চড়ম দূর্ভোগে পড়েছে ভারতে চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ্য রোগীরা, সেই সাখে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা নারী-শিশু ও বয়োবৃদ্ধদের।
পাসপোর্ট যাত্রীরা জানায়, কেউ ভারতে চিকিৎসার জন্য আবার কেউ স্বজনদের সাথে দেখা করতে আবার কেউ ঘুরতে ভারতে যাচ্ছেন। এজন্য আগে থেকেই তাদের বিমান ও ট্রেন ও বাসের টিকেট কাটা রয়েছে। সময় মতো ভারতে প্রবেশ করতে না পারলে চড়ম ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্যেশ্যে গাইবন্ধা থেকে আসা পাসপোর্ট যাত্রী কল্যানি সরকার, বিপ্লব কুমার জানায়, সন্ধায় তাদের ট্রেনের টিকেট কাটা আছে। বেলা ৫টা পর্যন্ত তারা ভারতে প্রবেশ করতে না পারায় চড়ম বেকায়দায় পড়তে হয়েছে। চাপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়, ঠাকুরগাাঁ থেকে আসা পাসপোর্ট যাত্রীরা জানায়, সময় মতো ভারতে যেতে না পারলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কর্তপক্ষকে সার্ভার দ্রুত সচল করার আহ্বান জানান তারা।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইন-চার্জ আশরাফুল আলম জানান, সকাল থেকে ইমিগ্রেশনের কাজ স্বাভাবিক চললেও বেলা ১২টার দিকে ইমিগ্রেশনের সার্ভার হঠাত ডাউন হয়ে আসে। এরপর থেকে সার্ভারে আর কাজ করছেনা। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে মেনোয়ালী পদ্ধতিতে ইমিগ্রেশনের কার্যক্রম চালু করা হয়েছে। তবে এই পদ্ধতি কিছুটা ধীরগতি হওয়ায় যাত্রীদের কিছুটা দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানাগেছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৬শ থেকে ৭শ পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাতয়াত করে। দেশের উত্তরাঞ্চেলের বিভিন্ন জেলা থেকে পাসপোর্ট যাত্রীরা ভারতে বেড়াতে যাওয়ার পাশাপশি অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য গিয়ে থাকে।
এমআই