হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ১৫ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা বেগম ও দুলালী বেগম স্বপ্না (২৮) নামের স্থানীয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো পৌর এলাকা পূর্ব জগন্নাথপুর শালবাগান মহল্লার মনসুর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং একই মহল্লার আব্দুল কাদেরের স্ত্রী দুলালী বেগম স্বপ্না (২৮)। আটককৃতদের আজ রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গতকাল শনিবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তবর্তী কাটলা এলাকার পাঠানচড়া বাজার থেকে ব্যাটারিচালিত রিক্সায় যাত্রীবেশে দুই নারী মাদক বহন করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে বিরামপুর অভিমুখে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার হাবিবপুর বাজারে সঙ্গীয় ফোর্সসহ ওঁতপেতে থাকি।
এসময় তাদের বহনকারী রিক্সা হাবিবপুর বাজারে এসে পৌঁছলে ওই দুই নারীকে আটক করে তাদের দেহ তল্লাসী করে শরীরে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় মনোয়ারা বেগমের কাছে ৮ বোতল এবং দুলালী বেগমের কাছে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এঘটনায় তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সময় জার্নাল/এমআই