এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
"রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" প্রতিপাদ্যে ফরিদপুরে উদযাপন করা হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
রোববার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এ. এস. এম. আলী আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার পিএএ।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুী রাজ্জাক মোল্লা, জেলা সমাজসেবা অফিসার শেখ মো সুজাউদ্দিন রাশেদ, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হুদা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত অটিজম মানুষেরা তাদের অধিকার নিশ্চিত করার দাবী জানান। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক অটিজম মানুষদের সহযোগীতায় সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
সময় জার্নাল/এলআর