এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ণব্র শ্রী শ্রী হরিগুরুচাদ ঠাকুরের ১০১ তম জন্মউৎসব ও শ্রীধাম গোপাল চাঁদ আশ্রমে বারুণী স্নান উপলক্ষে হরি গুরুচাঁদ মন্দিরে মতুয়া ভক্তদের মিলন মেলা বসেছে। দিনভর প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মতুয়া ভক্তরা স্নান উৎসবে যোগ দিতে এসে এ মন্দিরে সমবেত হয়। শত শত নারী পুরুষ মতুয়া ভক্তের ৫০টি দল নিশান, ডাঙ্কা, ডাক, ঢোল বাধ্যযন্ত্রসহকারে হরিনামে মাতোয়ারা হয়ে মন্দির প্রাঙ্গন করে মুখরিত।
এ উপলক্ষে বিকেলে সেরেস্তাদারবাড়ি হরিমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মোজাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর শংকর কুমার রায়, থানা অফিসার ইনর্চাজ মো. সাইদুর রহমান, হরিমন্দিরের সভাপতি রবিন্দ্র নাথ হালদার, সাধারণ সম্পাদক সুকদেব হালদার, সেবাহিত পংকজ কুমার হালদার, উপদেষ্টা অধ্যাপক শুসেন কুমার তালুকদার, ক্যাশিয়ার অধ্যাপক পরিক্ষিত চন্দ্র মন্ডলসহ বিভিন্ন ভক্তবৃন্দ।
এমআই