মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বিএসটিআই-এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও পরিবেশনের অপরাধে দিনাজপুরের হিলিতে ৪টি সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এসব সেমাই কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর-এর সহকারি পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।
মমতাজ বেগম জানান, অনুমোদনহীন ভাবে ও কেমিক্যাল রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ হিলির ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়।
এসময় বেশিরভাগ কারখানার শ্রমিকরা এপ্রোন ও ক্যাপ ছাড়াই মাটির ঘরে এসব সেমাই তৈরি করছেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআই এর লাইসেন্স না থাকায় সতর্কতামুলক ৪টি প্রতিষ্ঠানকে ৩৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে এধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের কারখানা বন্ধ করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সময় জার্নাল/এলআর