এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয় করার আহবান জানিয়েছেন।
শনিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় কালে ছাত্রলীগ নেতা সোহাগ বলেন, টানা ১৪ বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের উন্নয়ন, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নে সাধারণ মানুষ তথা এ অঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয় করতে হবে। কেন আওয়ামী লীগকে ভোট দিবেন, ২০০৮ সাল থেকে মোরেলগঞ্জ-শরণখোলায় গ্রামীন অবকাঠামো রাস্তাঘাট,পুল-কালভার্ডের উন্নয়ন হয়েছে। শতভাগ বিদ্যুৎতায়নে এসেছে প্রতিটি পরিবার। বিদুৎতের সাব-স্টেশন হয়েছে দুটি, পানগুছি নদীতে ব্রীজ নির্মাণের ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। মোরেলগঞ্জ থেকে শরণখোলা বগি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। ২০০১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোরেলগঞ্জে এসে জনগনকে যে প্রতিশ্রæতি দিয়েছে সেগুলো আজ দ্রুত বাস্তবায়ন হচ্ছে। পদ্মা সেতু এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে বড় আর্শিবাদ। আর এ অবদান একমাত্র শেখ হাসিনা সরকারের।
এ মতবিনিময়কালে তার সাথে ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান, চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, চেয়ারম্যান রিপন তালুকদার, চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এমআই