এহসান রানা, ফরিদপুর: মাদারীপুরের শিবচরে স্পিডবোট ডুবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের আরজু সরদার (৫২) ও তার ছেলে ইয়ামিন (২) নিহত হয়েছে।
জানা গেছে, শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে তার জানাযায় অংশ নিতে ঢাকা থেকে বউ আদরী বেগম আর ২ বছরের ছেলে ইয়ামিনকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার চরপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল সে। কিন্তু বাড়ি পৌছনোর আগেই চলে গেলেন পরপারে। ভাগ্যক্রমে বেঁচে যান তার স্ত্রী আদরী বেগম। আদরী বেগম স্বামী সন্তানের লাশ নিয়ে দুপুরে ফিরেন চরপাড়া পিতার বাড়িতে।
শেখর ইউপি সদস্য মাগুরা গ্রামের হানিফ মেম্বার মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে জানান,সোমবার (৩ মে) বিকেল সাড়ে তিনটায় আরজুর শ্বাশুড়ির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর পিতা-পুত্রের লাশ নেওয়া হয় মাগুরায় আরজুর নিজ বাড়িতে। বাপ ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সন্ধ্যা ৬ টার দিকে তাদের লাশ দাফন করা হয়।
আরজু ঢাকায় ছোটখাটো ব্যবসা করতেন। বউ ছেলে নিয়ে ঢাকাতেই থাকতো। শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে শ্বশুর বাড়ি আসছিল। আরজু সরদার ও আদরী বেগমের একমাত্র সন্তান ছিল ইয়ামিন।
সময় জার্নাল/এমআই