সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
ইদ আনন্দ ভাগাভাগি করে নিতে বয়স্ক ও শিশুদের মাঝে ইদ উপহার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড।
রোববার (১৬ এপ্রিল) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় শতাধিক দুস্থ ও অসহায় মানু্ষজনের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।
মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ এর সভাপতিত্বে এবং সংগঠনটির প্রতিষ্ঠা মোঃ ফরহাদ আলী শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
এ সময় কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। শিশু ও বয়স্কদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। তারা ৫ বছর ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে। আমি তাদের এ কার্যক্রমে অত্যন্ত খুশি। ভবিষ্যতে তারা এ কার্যক্রম চলমান রাখবে বলে আশা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থী সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।
এ সময় জাবি উপাচার্যকে 'ছাত্রবান্ধব' হিসেবে আখ্যা দিয়ে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের সদস্যদের স্বেচ্ছাসেবী কাজে অনুপ্রেরণা দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সময় জার্নাল/এলআর