নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে বেশ কিছুদিন ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর।
এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।
অন্যদিকে ইফতারের আগ মুহূর্তে বৃষ্টি নামায় কিছুটা বিপাকে পড়েন ফুটপাতের দোকানিরা। বৃষ্টি নামার পরপর ইফতার সামগ্রী নিয়ে তাদের ছোটাছুটি করতে দেখা গেছে। এছাড়া পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকের পণ্য বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, আজ সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৬টার পর জানা যাবে কতটুকু বৃষ্টি হয়েছে। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি বেশি সময় থাকবে না। আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত কয়েক দফায় এ বৃষ্টি হতে পারে। বৃষ্টির স্থায়ীত্ব দীর্ঘ না হলেও তাপমাত্রা কমতে শুরু করবে।
এমআই