শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

কেমন কাটছে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের ঈদের ছুটি

মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩
কেমন কাটছে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের ঈদের ছুটি

ক্যাম্পাস প্রতিনিধি:


ইয়াছিন মোল্লা - মন বলে চল ফিরে আবার 

স্বপ্ন যাবে বাড়ি আমার " এই দুইটি মধুর বাক্যের সাথে পড়াশোনার জন্য  বাড়ি থেকে দূরে থাকা  শিক্ষার্থীদের মনের অনুভবের মিল রয়েছে। 


প্রতিদিনের রুটিনে ক্লাস, প্রেকটিক্যাল, এসাইনমেন্ট, পরীক্ষা প্রস্তুতি নিয়ে সারাদিনের ক্লান্তি নিয়ে শেষ হয় দিন।এসব ধকল সামলিয়ে মনে পড়ে যায় পরিবারের কথা, আপন মানুষের কথা। মনে পড়ে যায় বাড়ির উঠান, মা-বাবার স্নেহ-আদরের কথা। বাড়ির কথা মনে পরলে মুঠোফোনই সম্বল। রাত কাটে হিজিবিজি নোটের ভাজে।একটু বন্ধ পেলেই মন ছুটে যায় বাড়ি যাওয়ার জন্য।


বছর ঘুরে আসে ঈদের বন্ধের দিন।প্রতিদিনের ব্যস্ত রুটিন ফেলে বাড়ি ফেরার দিন। আপন জনের সাথে আনন্দ মূহুর্ত কাটানোর জন্য যেনো মন আর মানে না। আগে থেকেই গাড়ি টিকিট কেটে রাখা, মন যেনো আনন্দে বিমোহিত হয়ে থাকে। ব্যাগ গুছিয়ে মনটা বলে যাচ্ছি তাহলে? স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো।


এই ঈদের আনন্দে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি কেমন কাটছে? এ সম্পর্কে জানার চেষ্টা করবো -


৪র্থ বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ঈদ মানে আনন্দ ,ঈদ মানে খুশি। পুরো একটি মাস সিয়াম পালনের পরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের ছুটিতে সবাই পরিবারের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি সাচ্ছন্দ্যবোধ করে।পড়ালেখা,চাকুরী নানান ব্যস্ততম সময় থেকে একটু অবসর সময় কাটাতে পারে। আমিও আমার পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যে অন্যরকম আনন্দ পাই।আমি প্রতিটি ঈদ পরিবারের সাথে ঢাকাতেই পালন করি।ঈদের ছুটিতে ঢাকার রাস্তা একদমই ফাঁকা থাকে তখন বেড়াতে যেতে ঘুরতে খুবই ভালো লাগে। 


ঈদের ছুটি শেষ পড়ালেখা,সংগঠন সবকিছুতে আবার আগের মতো করে সময় দিবো। সবাইকে অগ্রীম ঈদুল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক।


৩য় বর্ষের  ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন,প্রায় ৬ মাস পরে বাড়ি এসেছি। পরিবার আর বন্ধুদের পেয়ে সময় কিভাবে যাচ্ছে বুঝতেই পারি না। গ্রামের পরিবেশ, সতেজ হাওয়া, সবুজ গাছ মাঠ সব মিলিয়ে চিরচেনা পরিবেশ পেয়ে বেশ ভালোই যাচ্ছে দিন। তবে খুব দ্রুত সময় ফুরিয়ে আসছে আবারও ফিরতে হবে যান্ত্রিক শহরে।


১ম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ লাতিফুল খাবির কৌশিক বলেন,অনেকের মুখেই শুনে থাকি যারা বাবা মাকে ছেড়ে, নিজ গ্রাম শহর ত্যাগকরে অচেনা শহরে যায়।নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হয়।যেখানে এক মুহূর্ত মা বাবা ছাড়া ভাবত না এখন দিনের পর দিন একা থাকতে হয়। একাকিত্বর মাঝে যখন বাসা যাওয়া দিন আসে তখন শত কষ্টের মাঝেও একটা সস্থি অনুভব করা যায়।মুখে হাসি আসে। কি করবো না করবো।কি নিয়ে যাবো। ব্যাগ কখন গুছাবো। একটা শান্তি আসে মনে। 

তারপর আসে বাসায় যাওয়ার দিন কষ্ট করে জ্যাম ধাক্কিয়ে বাড়ি ফিরে স্বস্তির নিশ্বাস নিতে পারা, পরিবারের সাথে সময়টা অনেক আনন্দে কাটছে। 


১ম বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা চৌধুরী বলেন, প্রতিদিনের ক্লাস সিডিউল, সারাদিনের ক্লান্তি সব নিয়ে পরিবারের কথা মনে পড়ে অনেক। ঈদের ছুটিতে  এই উষ্ণ সময়ে ক্যাম্পাস থেকে দূরে পরিবার এর সকলের সাথে সময় টা মন্দ  নয়। পরিবারের সাথে ইকটু খানি আড্ডা ,কিছু উপন্যাস পড়া সব মিলিয়ে এক দারুন সময় অতিবাহিত হচ্ছে।


এসএম 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল