সীতাকুণ্ড সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা যুবদলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে পুলিশ ও যুবদলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
মঙ্গলবার(২৫ এপ্রিল)বিকাল ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকুলিয় এলাকায় যুবদলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের লাঠিচার্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ বিএনপি,যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে বিএনপির নেতারা।
জানা যায়, ঈদ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়বকুণ্ডের পশ্চিমে সাগর উপকুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।অনুষ্ঠান শুরুর পর থেকেই সাদা পোশাকে পুলিশ ঔই এলাকায় অবস্থান নেন। বিকাল সাড়ে তিনটার সময় সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ অনুষ্ঠান স্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।
এসময় ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। পুলিশ মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী জানান,আমরা উপজেলা যুবদল ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করি। হঠাৎ করে পুলিশ হাজির হয়ে নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়ে মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়। পুলিশের প্রহারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ ১৫ জন নেতাকর্মীকে মেরে আহত হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান,কোন অনুমতি ছাড়াই শত শত লোক জড়ো করেছে যুবদল।এটা কোন পর্যটন এলাকা নয়,এখানে কেন তারা পিকনিক করবে। ওই জায়গাটিতে একাধিক গ্যাস কারখানাও রয়েছে।যেকোন বিপদ ঘটতে পারে এ আশঙ্কা থেকেই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছি।
এমআই