অধ্যাপক পারভেজ:
প্রতি বছর ১ লা মে আন্তর্জাতিক শ্রম দিবস , আন্তর্জাতিক কর্মী দিবস বা মে ডে হিসাবে পালন করা হয়।সমাজে কৃষক , শ্রমিক , মজদুর এর অবদানের স্বীকৃতি দিবস হিসাবে মে ডে পালিত হয় । ১৮৮৬ সালে পুলিশ - শ্রমিক সহিংস সংঘর্ষ ঘটে শ্রমিক মজদুরের অধিকারের সংগ্রামকে কেন্দ্র করে । বিশ্বব্যাপি ১ লা মে তাই এই দিবস পালন করা হয়।আমরাও পালন করি ।
বক্তৃতা , মিটিং , মিছিল আরও কর্যক্রম পালন করা হয়।কিন্তু আজও পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হয়নি সমাজ , রাষ্ট্র , জাতি বিনির্মানে শ্রমিক , কর্মচারী , মজদুররা তাদের ন্যায্য হিসাব পায় কিনা । আজও খালি চোখে দেখা যায় উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রমিক , মজদুর , কৃষকদের নিম্নমানের জীবন যাপন।কোন কোন ক্ষেত্রে আজও তারা ন্যায্য মজুরি পায় না - হচ্ছে শোষণের স্বীকার।
আমরা কল্যাণ রাষ্ট্র চাই । তাই প্রত্যাশা করি সকল সরকার গরীব - দুঃখী , শোষিত , নির্যাতিত কর্মচারী - শ্রমিকদের কল্যানে অধিক মনোযোগী হবে।তখনই স্বার্থক হবে মে ডে পালন ।১৩৬ তম মে দিবসে তারা কি পাচ্ছে সে হিসাব কষা অতি জরুরি হয়ে পড়েছে।
লেখক: অধ্যাপক পারভেজ অর্থনীতিবিদ ও চেয়ারম্যান , এনবিইআর।