শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

রোববার, মে ৭, ২০২৩
জামালপুরে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৭ মে) মাদারগঞ্জ উপজেলায় তিনজন,  বকশিগঞ্জ উপজেলায় ২জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত তিনজনের মধ্যে জেনারেল শাখায় ৩ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৪ ও ১জন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করার দায়ে তিন উপজেলায় ৮জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, এবার সারা জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬ শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ কোর্সে ৫২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫শ ৮৮ জন, ভোকেশনাল কোর্সে ২১টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৩৩ জন ও মাদরাসা কোর্সে ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল