দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে।
আজ সোমবার (০৮ মে) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামিল শেখ (১৭), হাসান সরদার (১৮) ও তাজিম সরদার (১৬)। নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ছুটফা ও খালিয়া গ্রামে।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে একটি মোটর সাইকেলযোগে ৩ আরোহী গোপালগঞ্জ থেকে বাড়ি ফিরছিলো। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে এবং মোটর সাইকেলটি আগুন ধরে পুড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়। গুরুতর আহত অপর দুইজনকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এমআই