জেলা প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার (৯ মে) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সকালে মেয়র, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে জড়ো হন। তারা রিটার্নিং অফিসারের হাত থেকে পছন্দের প্রতীকের চিঠি নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন।
সিটি নির্বাচনে মেয়র পদে ৮জন, ১৯টি সংরক্ষিত মহিলা আসনে ৭৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন প্রার্থীসহ ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্রপ্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক থেকে তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়েছে।
এছাড়া সংরক্ষিত এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত প্রতীক থেকে তাদের পছন্দের এবং একই প্রতীক একাধিক প্রার্থীর দাবি থাকলে ওই ক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের দলীয় প্রতীক (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী মো. অলিউর রহমান (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), স্বতন্ত্রপ্রার্থী সরকার শাহনুর ইসলাম (হাতি), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), স্বতন্ত্রপ্রার্থী হারুন অর রশীদ (ঘোড়া) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সময় জার্নাল/এলআর