মাহবুবুল আলম রিপন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ধামরাই উপজেলায় ১৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর কৃষকরা আমন ধানে কাঙ্ক্ষিত দাম পেয়েছেন। বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বোরো আবাদ করছেন। খেতে সুষ্ঠ সেচ অব্যাহত রাখতে চাষিদের পাশে রয়েছে ধামরাই পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীরা।
সমিতির ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘বোরো খেতে সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমাদের কর্মীরা সবসময় প্রস্তুত রয়েছেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, ডিজিএম ধামরাই পল্লীবিদ্যুৎ অফিসে যোগদানের পর সেবার মান বেরেছে। সেচ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের অবস্থা ভালো। ছোটখাটো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎকৰ্মীরা ঠিক করে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো:আরিফুল হাসান জানান, এ বছর কৃষকরা আমন ধানে কাঙ্ক্ষিত দাম পেয়েছেন। এতে তাদের বোরো চাষে বেশি উদ্বুদ্ধ করেছি। উপজেলার কোনো এলাকার বোরো চাষিদের কাছ থেকে এখন পর্যন্ত বৈদ্যুতিক সমস্যার কোনো অভিযোগ পাওয়া যায়নি।