এম.পলাশ শরীফ, বাগেরহাট : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রচারাভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেল ৩টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে ও বুধবার পঞ্চকরণ ইউনিয়নে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের স্থানীয় সংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড আমিরুল আলম মিলন।
বিকেল ৩টায় পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, আ’লীগ নেতা হারুন অর রশীদ।
পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মো. হুমায়ুন কবির মোল্লা, দৈবজ্ঞহাটী চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক, পুটিখালী আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ শাকিল। অপরদিকে পঞ্চকণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম মৃধা, যুবলীগ নেতা বদিউজ্জামা মজুমদার, আব্দুর রাজ্জাক খলিফা, শাহিন হাওলাদার, বিলাস মোল্লা, ছাত্রলীগ নেতা বায়জিদ হোসেন প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, প্রধানমস্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এ সরকার কাজ করে যাচ্ছে। মেট্রো রেল, পদ্মা সেতু বর্তমার সরকারের বিরাট সাফল্য। দক্ষিণাঞ্চলের মানুষের প্রানের দাবি পদ্মা সেতুর সুফল ভোগ করছে। মুক্তিযোদ্ধা ভাতা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এ সরকারের অবদান। এ সরকারের উন্নয়ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। আসছে আগামী নির্বাচনে নৌকায় ভোট এ উন্নয়নের অহগ্রযাত্রাকে আরো তরান্বিত করার আহবান জানান তিনি।
এমআই