এম. পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। অর্থ বছরে বাজেটে আয় দেখানো হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৩৬৪ টাকা। ব্যায় ২ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ টাকা। সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে যোগাযোগ ও রাস্তঘাট খাতে ৩০ লাখ টাকা, পানি নিষ্কাশন, পয় নিষ্কাশন ১২ লাখ, কৃষি খাতে ১০ লাখ, শিক্ষা খাতে ৮ লাখ ৫০ হাজার ও স্বাস্থ্য খাতে ৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট আলোচনা সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব গৌতম বসু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা খানম, মোমেনা বেগম, ইউপি সদস্য শেখ আব্দুস সোবাহান, মহিউদ্দিন হাওলাদার, মশিউর রহমান, মো. লতিফ হাওলাদার, শাহীন হাওলাদার, শামীমুল হাসান শামীম, খান খলিলুর রহমানসহ স্থানীয়, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন প্রতিনিধিগন।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প্রাণঘাতি মহামারি করোনা কালিন ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে পরিষদে রাজস্ব আয় কম হয়েছে। সে অনুপাতে ব্যায় ৫০ হাজার টাকা অতিরিক্ত ঘাটতি এ বাজেটে।
এমআই