সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণা কার্যক্রমকে সুগম করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বিভিন্ন সুবিধার অপ্রতুলতা দূরীকরণে গ্রন্থাগারিক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার (১৭ মে) দুপুর ১টায় খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিকের কার্যালয়ে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফের নিকট স্মারকলিপি প্রদান করেন দলটির নেতারা। এসময় সংগঠনটির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইটের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সপ্তাহে সাত দিন লাইব্রেরি খোলা রাখাসহ ৪টি দাবির বিষয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। অন্য দাবিগুলো হলো: ব্যক্তিগত বই নিয়ে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দান, অন্তত এক সপ্তাহের জন্য বই ইস্যু করার সুযোগ দেওয়া ও থেমে যাওয়া ডিজিটালাইজেশন প্রক্রিয়া পুনরায় শুরু করা।
লাইব্রেরি খোলা রাখার বিষয়ে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক বলেন, ‘পর্যাপ্ত লোকবলের অভাবে আমরা এ বিশাল লাইব্রেরি সপ্তাহের সাতদিন খোলা রাখতে পারছি না। লোকবল দিলে লাইব্রেরি সবদিনই খোলা রাখতে পারব।'
এছাড়া স্মারকলিপিতে উত্থাপিত অন্য দাবিসমূহের বিষয়ে তিনি বলেন, 'প্রতিটি দাবিই যৌক্তিক। এগুলো বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীরাও উপকৃত হবে। আমরা ডিজিটালাইজেশনের কাজ পুনরায় চালু করতে পারলে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ডিজিটাল আইডিকার্ড দিতে পারবো এবং তারা এর সুবিধা নিতে পারবে।
আমাদের কম্পিউটার গুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং চালু না করার ফলে এর আইপিএসগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এখানে দক্ষ লোকবল দিলে আমি পুনরায় এর কাজ চালু করতে পারব।'
সময় জার্নাল/এলআর