দুলাল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ মে ) বেলা ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, মোস্তফা আলম সরদার(গুড্ডু), সহ-সভাপতি মোঃ সোহেল হোসেন, মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রধান (লাবু), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ শহীদুর রহমান, অর্থ সম্পাদক শরীফ মোর্তজা আহসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আকতার, দপ্তর সম্পাদক এস,এম আবু তালেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামছুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক বেবী নাহিদা, শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ ইকবাল হাসান, কার্যকরী সদস্য সহিদ খালিদ জামিল খান (সাচ্চু), মোঃ আব্দুল জলি, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শহীনুর ইসলাম, শেখ ফিরোজ আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ, দৈনিক শিক্ষা ডটকম ও দৈনিক আমাদের বার্তা পত্রিকার সম্পাদক সিদ্দিকুর রহমান খান, ফটো সম্পাদক বাবুল আহমেদ উপস্থিত ছিলেন।
পরে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রোমাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, পুরান বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।
সময় জার্নাল/এলআর