মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
আটক মো.আব্দুল হাফেজ (৩৫) কক্সবাজারের উখিয়া ক্যাম্পের ১৫নং ক্লাস্টারের আমির হোসেনর ছেলে।
শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ারর্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর হাতিয়ার রহমত বাজারে আসে।
শুক্রবার সকালের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রোহিঙ্গা যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক একই দিন বিকেলের দিকে পুনরায় তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
সময় জার্নাল/এলআর